বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
27 Dec 2024 03:41 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বুধবার দুপুর ৩টায় শহরের তিনমাথা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মিনার হোসেন (২৮) নামে এক মটর গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মিনার হোসেন বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়ে মিনার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসছিল, তা তিনি খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মিনার। সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সান্তাহার থেকে বগুড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মিনারের মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা আছে । রেলওয়ে পুলিশ পরবর্তীতে বিধিমোতাবেক ব্যবস্থা নিবে।