বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:38 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে মেসার্স আশরাফুল ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা তুলাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে। বুধবার ৮ ফেব্রুয়ারী দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত মিরপুর বাজারে মেসার্স আশরাফুল ট্রেডার্স নামে একটি তুলার গুদামে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিলেন। দুপুরে হঠাৎ করে তুলার মেশিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই তার ব্যবসা প্রতিষ্ঠানের চার দিকে আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। যদিও ততক্ষণে তুলাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার ইব্রাহিম শেখ জানান, খবর পাওয়া মাত্রই আমরা সেখানে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনি। স্থানীয়রা বলেছে তুলার মেশিন থেকে আগুণের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করে দেখছে।