বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 07:31 pm
(সংবাদ বিজ্ঞপ্তি):- ঢাকা- ০৮ ফেব্রুয়ারী, বুধবার, ২০২৩।জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি'র সুপারিশে এডভোকেট আব্দুস সালাম চাকলাদার'কে আহ্বায়ক ও আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক'কে সদস্য সচিব করে ১২৩ ( একশত তেইশ) সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন।
যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বার্তা প্রেরকঃ-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।