শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
27 Dec 2024 12:10 am
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রামঃ জাতীয় গ্রন্থগার দিবস ২০২৩ উপলক্ষে কুড়িগ্রাম জেলার গ্রহন্থগারসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ভিতরবন্দহ শিশু পার্ক চত্বরে জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ পাবলিক লাইব্রেরীর আয়োজনে মিলন মেলায় কবিতা আবৃত্তি, অনলাইন,অফ- লাইন কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, এবং অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফাজ্জামান, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান, প্রবীণ শিক্ষক সুব্রত ভট্টাচার্য, এডভোকেট আহসানুল হক নিলু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, জেলার গ্রহন্থগারসেবী স্থানীয় গর্ণমার্ণ ব্যাক্তিবর্গসহ সাংবাদিক সাইফুর রহমান শামীম , আব্দাহিয়ুর রহমান আপেল, ইউসুফ আলমগীর, হারুনুর রশিদ, এ আর রাকিবুল হাসানসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অতিথিদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও সার্বিক সহযোগিতা করেন আব্দুল আউয়াল লিয়ন উপদেষ্টা ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী সদস্য ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম সভাপতি, নুনখাওয়া মডার্ন কিন্ডারগার্ডেন ও এন সিটি ক্রিকেট টিম নুনখাওয়া। এবং রাফিউজ্জামান মিলন উপদেষ্টা ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।