শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:10 am
ছাদেকুল ইসলঅম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার চণ্ডিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের ছেলে ইব্রহীম (২২) ও লাল মিয়ার ছেলে মো. আসিফ মিয়া (২১)। এদের মধ্যে জুয়েলকে তিন মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইব্রাহীম ও আসিফকে ১৫ দিন করে কারাদণ্ডসহ ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরিফ হোসেন বলেন, ওই তিন ব্যক্তি অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন ও বিক্রি করছেন -এমন গোপন তথ্য পাই। শনিবার উপজেলার করতেয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা পয়েন্ট থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।