শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
26 Dec 2024 11:36 pm
৭১ভিশন ডেস্ক: শনিবার দুপুরে সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ বগুড়া জেলা শাখার সদস্য সচিব খালেদুল ইসলাম খালেদ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি ইউরো ফার্মার আরএসএম হিসেবে কর্মরত ছিলেন। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহন করলেও তিনি প্রায় ২০ বছর বগুড়া শহরের মালতীনগরে পরিবারসহ বসবাস করতেন। শনিবার অফিসের কাজে তিনি রংপুরে শহরে যান। সেখানে দুপুরের দিকে ব্যাটারি চালিত অটোরিক্সায় করে কাজে যাওয়ার সময় বুকে ব্যাথা উঠলে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার কুড়িগ্রামের তার বাবার বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে খালেদুল ইসলাম খালেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন, সংগঠনের বগুড়া জেলার আহবায়ক হাকিম মজিদ মিয়া, সাবেক সহ-সভাপতি ফরিদুল ইসলাম মুক্তা, মিজানুর রহমান মিন্টু, এম ববি খান, মাহমুদুল ইসলাম রনি, পৌর শাখার সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু সহ আরও অনেকে।