শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 03:30 am
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে প্রথমবারের মতো চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। শনিবার বিকাল ৪ টায় চতরা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেনন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট শুরুর পুর্বে চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি প্রভাষক হাসান আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া 'বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চতরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান রাঙা, ইউপি সদস্য নুর মোহাম্মদ গোল্লা প্রমুখ ।
উদ্বোধনী দিনে ঢাকা জেলা মহিলা ফুটবল দল বনাম রংপুর জেলা মহিলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে । মহিলা দলের খেলা দেখতে পীরগঞ্জ উপজেলা পেরিয়ে অন্যান্য উপজেলা থেকে হাজার হাজার ফুটবল প্রেমী খেলা উপভোগ করতে আসে। উদ্বোধনী খেলায় নিদ্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ঢাকা জেলা মহিলা ফুটবল দল রংপুর জেলা মহিলা দলের বিপক্ষে ৫-৪ গোলে জয়ী হয়।