শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 02:52 am
৭১ভিশন ডেস্ক:- যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন এই শ্লোগানে বাংলাদেশ যাত্রা ফেডারেশন বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম সরোয়ার।
সংগঠনের জেলা শাখার সম্মানিক সভাপতি এ্যাডভোকেট আমীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান কবির শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। অসা¤প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলা সংস্কৃতির অন্যতম অংশ যাত্রাপালা। একটা সময় গ্রাম-গঞ্জে নিয়মিত যাত্রাপালা দেখা যেতো।
তিনি আরো বলেন, যাত্রাপালায় হারিয়ে যাবার অন্যতম প্রধান কারণ হচ্ছে যাত্রাপালার আশ্রয়ে চলে জুয়া ও অশ্লীল কর্মকান্ড। ধীরে ধীরে আমাদের যাত্রাপালাগুলোতে আইটেম গান প্রদর্শন শুরু হবার পর তা পরিবার পরিজনদের নিয়ে দেখা অসম্ভব হয়ে ওঠে। এতে আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে দর্শক। এসব ফিরিয়ে আনতে হলে সমাজে আমাদের ভালো যাত্রাপালা উপহার দিতে হবে। এজন্য তরুণ প্রজন্মদের কাজে লাগাতে হবে। নতুন নতুন শিল্পি সৃষ্টি করতে হবে। তবেই অসা¤প্রদায়িক সমাজ গড়ে তুলতে যাত্রা শিল্পরা আবারো ভূমিকা রাখবে।
জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের স ালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন মনো, জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন, কবি সিকতা কাজল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এ ওয়াই খান রিপন, যাত্রা ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, শিবগঞ্জ উপজেলার সভাপতি বেলাল হোসেনসহ প্রমুখ।
সম্মেলন শেষে সবার সম্মতিক্রমে মোসাম্মাত ফেরদৌসি খানমকে সম্মানিত সভাপতি, এ্যাডভোকেট মো. আমির হোসেন কে সভাপতি, মো. সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মো. কোকিল প্রাং কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট যাত্রা ফেডারেশন বগুড়া জেলা কমিটি গঠন করা হয়।
কমিটি অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, সহ-সভাপতি আব্দুল গফুর, আমিনুল হক আরজু, মো. আলমগীর হোসেন, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মো. মফিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোছা. নাইচ আক্তার নিপা, মিডিয়া সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, সমাজ কল্যাণ সম্পাদক তবিবুর রহমান তপু, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার, মহিলা সম্পাদিকা পুস্পিতা অধিকারী, আইটি বিষয়ক সম্পাদক রনজু ইসলাম, গবেষনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সুবেল মিয়া।