শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৩
01 Jan 2025 08:53 am
নাটোর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ৪রা ফেব্রুয়ারি রাজশাহীতে ডাকা বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফল করতে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৩ফেব্রুয়ারি ) দুপুরে লালপুর ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে লালপুর বাজারে লিফলেট বিতরণ করেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য রবিউল ইসলাম রবি, লালপুর উপজেলা যুবদলের সদস্য বুলেট খান, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহব্বায়ক-১ আরিফুজ্জামান বাপ্পী, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইশাহাক আলী, বিএনপির নেতা ইকবাল হোসেন বাবলু, যুবদলনেতা গোলাম মোস্তফা তুহিন প্রমুখ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া বাজারে ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি’র নেতা আমির হোসেনসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মো. আশিকুর রহমান টুটুল