শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৩
01 Jan 2025 08:56 am
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভার রাঙ্গামাটি এলাকায় পরিবারের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনে রজ্জব (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে। সে ওই গ্রামের ফটু মিয়ার ছেলে বলে জানা গেছে। তার বাবা ফটু মিয়া বলেন, আমার ছেলেকে পারিবারিক ভাবে বিয়ে করানো হয় কয়েক বছর আগে। পরিবারের সাথে তার বিভিন্ন বিষয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় সবার অগচরে গ্যাস ট্যাবলেট সেবন করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে শজিমেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার থানার ওসি মনজুরুল আলম।