বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 12:40 pm
৭১ভিশন ডেস্ক:- বুধবার (১ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি আজ শান্তিপূর্ণ সমাবেশ দিচ্ছে, এটা ভবিষ্যতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার মহড়া। এরা বিষধর সাপ। যেকোনো সময় ছোবল মারতে পারে। সেটার জন্য আমাদের হুঁশিয়ার থাকতে হবে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে নির্বাচনে যাতে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।’
বিএনপির চলমান আন্দোলন নিয়ে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নাই। জনগণ আপনাদের সঙ্গে নেই। আপনারা মিথ্যা কথা বলছেন, জনগণকে ধোঁকা দিচ্ছেন। বিভ্রান্ত কথাবার্তা বলে জনগণকে উসকে দিচ্ছেন। জনগণ আপনাদের ডাকে সাড়া দেয় না।’
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, বাংলাদেশে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ও অনির্বাচিত সরকার ফিরে আসবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, ইনশাআল্লাহ সব দলের অংশগ্রহণে ২০২৪ সালে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়ে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আসবেন।’
বিএনপির প্রতি হুঁশিয়ারি জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। ২০১৪ সালে পারেননি। ২০১৮ সালে নির্বাচনের নামে তামাশা করেছেন। ভবিষ্যতে পারবেন না।’
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আন্দোলনের খেলা বন্ধ করুন। ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলন শেষ হয়েছে। আন্দোলন বন্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জনগণের ভোটে বিএনপি আর রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। তাই বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।