মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 12:06 pm
এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনী ক্যাম্প আগুন দিয়েছে দুর্বত্তরা। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন বলেন, 'ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এসময় ক্যাম্পে কেউ ছিলোনা। আগুনে ক্যাম্পে থাকা চেয়ার ও টেবিলসহ সবরকম আসবাবপত্র পুড়ে গিয়েছে।
এলাকাবাসী বলেন বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তারা আশপাশে থাকা নৌকা মার্কার পোস্টারও পুড়িয়ে ফেলে।
বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, দুর্বৃত্তরা নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে শুনেছি। আমাদের বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ১ ফেব্রুয়ারি বুধবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) শূন্যে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির দলীয় সাত এমপির পদত্যাগ করায় এ আসন দুইটি শূন্যে হয়ে যায়।