সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 06:13 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়িতে আল আমিন (২২) নামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে ছেলেকে জেল হাজতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন এক মা।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কার্যালয়ে হাজির হয়ে লিখিত এই আবেদন করেন ওই মা। ভুক্তভোগী ওই মায়ের নাম আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নে পশ্চিউদাখালী গ্রামের আব্দুল মান্নন মিয়ার স্ত্রী।
এসময় আলেতন বেগম বলেন, ঢাকায় ইট ভাটাতে কাজ করে ছেলে আল আমিনকে এস এস সি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। ভাল ও সুন্দর মেয়ে দেখে বিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ এলাকার নেশাগ্রস্ত ছেলেদের সাথে ঘুরে আল আমিন এখন নেশা করা ছাড়া থাকতে পারেনা। গাজা খেয়ে বউকে অত্যাচার করারর কারণে আলআমিনের সংসার ভেঙ্গে গেছে। ঋণ নিয়ে ওর বউকে বিদায় করতে হয়েছে।
এসব কথা বলতেই হাউমাউ করে কেঁদে ওঠেন মা আলেতন বেগম। কেঁদে কেঁদে বলেন, একসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আল-আমিন। ওর নেশার টাকা জোগার করতে ৭০ বছর বয়সী আমার বৃদ্ধ স্বামী কামলা (কৃষাণ) দেয় আজও। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। আমরা ওর অত্যাচারে অতিষ্ট হয়েছি। তাই ওকে ভাল করার জন্য জেল হাজতে দিতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান মুঠোফোনে বলেন, এরকম ঘটনা খুবই দুঃখজনক। অপরাধের কথা শুনে একজনকে ভ্রাম্যমান দেওয়া মানবাধিকার লংঘন বলে মনে করি। বিষয়টি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।