সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:05 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধি:- নারী পুরেুষের সমতা, ন্যায্যতা এবং প্রতিটি ইতিবাচক কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিবার ও সমাজে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে ‘ম্যানকেয়ার এপ্রোচ’ বিষয়ে জামালপুরের ইসলামপুরে সরকারি, বেসরকারি সংস্থাসমুহের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
৩০ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান।সভায় পারিবারিক কাজে ও সন্তান লালন পালনে নারীর পাশিপাশি পুরুষের অংশগ্রহণ, নারীকে আয়মূলক কাজের সাথে সম্পৃক্ত হতে সহযোগিতা করা, পরিবারের সকলের বিশেষ করে নারী ও মেয়ে শিশুর পুষ্টিকর খাবার নিশ্চিত করা, অর্থনৈতিক সিদ্ধান্তে নারীর অংশগ্রহনে সহযোগিতা করা, নারী ও শিশুর প্রতি পারিবারিক পর্যায়ের সকল প্রকার নির্যাতন বন্ধকরণে সহযোগিতা করাসহ জেন্ডার সমতা নিশ্চিতকরণে আলোচনা করা হয়।
উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভ্যালুচেইনস্ ফর স্মল হোল্ডার ফার্মাস (এনএসভিসি) প্রজেক্ট, ইসলামপুর এর আয়োজনে সরকারি এবং স্থানীয় বেসরকারি সংস্থা ও সংগঠনের সাথে মেনকেয়ার এ্যাপ্রোচ নিয়ে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম, মোঃ নুরুন নবী, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যন মোঃ আব্দুল খালেক, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের এপি ব্যবস্থাপক কমল পাল, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেন্ডার অফিসার মনোয়ারা পারভীন, এনএসভিসি, প্রজেক্ট,উন্নয়ন সংঘ, ইসলামপুর। সভার উদ্দেশ্য এবং কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন, মো: রেজাউল করিম, এম এ্যান্ড ই অফিসার এনএসভিসি প্রজেক্ট, উন্নয়ন সংঘ, ।
উল্লেখ, অস্ট্রেলিয়া এইডের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নিউট্রিশন সেনসেটিভ ভ্যেলু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।