সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
26 Dec 2024 11:46 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধি:- জামালপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি ) রাতে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ চেক বিতরণ করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে চেক তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৩৫জন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়।