সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 07:11 pm
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক জনাব মোঃ গোলাম ইয়াজদানীর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিন সহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নওগাঁর বদলগাছী উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বদলগাছী উপজেলা প্রশাসন এর সামনে ঘন্টাব্যাপি কর্মবিরতি শেষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মবিরতি ও মানববন্ধন চলাকালীন সময়ে উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে নকশাকার উপ-সহকারী প্রকৌশলী রুকোনুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী সেকেন্দার আহমেদ, সাইফুল ইসলাম, আল-আমীন, সার্ভেয়ার তৌফিক হাসান, হিসাব সহকারী আমজাদ হোসেনসহ উপজেলা নির্বাহী প্রকৌশলীর সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
ফিরোজ হোসেন,