সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
28 Dec 2024 10:59 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ মামলার সাজাপ্রাপ্তসহ ১৩ মামলার পলাতক আসামি আসামি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) ভোর বেলায় রংপুরের কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক। গ্রেফতার রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ পরিদর্শক সেরাজুল হক বলেন, ওই আসামির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ১৩টি মামলা আদালতে বিচারধীন রয়েছে। এসব মামলার মধ্যে ৬টি মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এতে আত্মসমর্পন না করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল আসামি রফিকুল। সেই থেকে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর বেলায় রংপুরের কাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামি রফিকুলকে গ্রেফতার করা হয়েছে।