সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 02:03 pm
আসাদ সবুজ, বরগুনাঃ বরগুনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ - কমিটির সদস্য এস এম মশিউর রহমান শিহাব অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমীর হলরুমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
দক্ষিন জনপদের অন্যতম এ দানবীর নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য এস এম মশিউর রহমান শিহাব বরগুনা-১ আসনের ছয়শো অসহায় দরিদ্র মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণী অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হাওলাদার,বরগুনা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজীব, বরগুনা জেলা তাতিলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এস এম মশিউর রহমান শিহাব তার বক্তব্যে বলেন,গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে আজ আওয়ামী লীগের কর্মী মনে হচ্ছে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের এর পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করছি। হাড় কাঁপানো শীতে আমার প্রান্তিক জনগোষ্ঠীরা এই বস্ত্র পেয়ে একটু হলেও উপকৃত হবেন। আমি তাদের পাশে থেকে আমৃত্যু অবধি কাজ করতে চাই। যদি তারা আমাকে সেই সুযোগ করে দেয়।