সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
26 Dec 2024 10:35 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চুরিসহ বিভিন্ন মামলায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, চুরি মামলায় নওগঁ সদরের ভবানীপুর গ্রামের আব্দুর রহিরে ছেলে সুমন প্রামানিক (৩৫), একই উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩৬)। এছাড়া গভীর রাতে সন্দেহজনক ঘোড়াফেরা করার অপরাধে নওগাঁ জেলার রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব (২৮), আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রমের কছিম উদ্দিনের ছেলে মুকুল (৩৯) ও হাবিবুর রহমানের ছেলে তছলিম (৪০)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি