রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:45 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে অবৈধ স’মিল পরিচালনার দায়ে দুই স’মিল মালিকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলার ছাতনী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই অর্থদন্ড প্রদান করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন,অবৈধ ভাবে স’মিল পরিচালনা করার দায়ে স’মিল মালিক মো: নজরুল ইসলামকে ১০ হাজার টাকা ও মো: সবুরকে ১০ হাজার টাকা অর্থন্ড প্রদান করা হয়। আরো দুজন স’মিল মালিককে সতর্ক করা হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম