রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:41 pm
৭১ভিশন ডেস্ক:- নওগাঁর নিয়ামতপুর থেকে বাস, ট্রাক ও ভুটভুটিতে রাজশাহী মাদ্রাসা ময়দানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে হাজারো মানুষ রওনা দিয়েছেন। আজ রবিবার সকাল থেকে যে যার মত এবং ব্যক্তিগত উদ্যােগে বিভিন্ন যানবাহনে উপজেলার বিভিন্ন স্থান থেকে রওনা দিয়েছেন জনসভার উদ্দেশ্যে।
জনসভা সফল করার উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ২৫০ বাস ও ১৫০ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করেই জেলার ৯৯ ইউনিয়নের নেতাকর্মীরা জনসভায় যাবেন। প্রত্যেকটি নেতাকর্মীর জন্য নির্দিষ্ট টি-শার্ট ও ক্যাপ এর ব্যবস্থা করা হয়েছে।
নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ জানান, নিয়ামতপুর উপজেলা থেকেই প্রায় ২০ হাজারেরমত মানুষ সমবেত হবেন আজকের জনসভায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষ থেকে দেয়া ২০ টি বাস ও ২০টি ট্রাক ছাড়াও ব্যক্তিগত যানবাহনে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন মাদ্রাসা ময়দানের জনসভায়।
দীর্ঘ পাঁচ বছর পরে প্রধানমন্ত্রীর এই জনসভা তথা আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।