শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
15 Jan 2025 12:35 pm
আসাদ সবুজ, বরগুনাঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হলে দেশ হবে স্মার্ট বাংলাদেশ।" শুক্রবার (২৭ জানুয়ারী) বিকেলে বরগুনার তালতলী উপজেলার পাওয়াপাড়া বরইতলি খানকায়ে মুহিব্বিয়া কমপ্লেক্স ও দীনিয়া মাদ্রাসায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি এসএম মশিউর রহমান শিহাব এ কথা বলেন।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তালতলী-আমতলী আসনে ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর এ আসনে তার নির্দেশেই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি এবং যাব। সভা শেষে তিনি খানকায়ে মুহিব্বিয়া কমপ্লেক্স ও দীনিয়া মাদ্রাসায় এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এছাড়াও উত্তর কাজির হাজী কালু হাওলাদার বাড়ীর মসজিদে ১০০ বস্তা সিমেন্ট অনুদান দেন। এছাড়াও শুক্রবার দুপুরে এস এম মশিউর রহমান শিহাব তালতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।