শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 03:46 pm
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ এর ৮ম নির্বাচন। (২৬ জানুয়ারি ) সকালে অনলাইন ইমেইল ভোটিং এর মাধ্যমে নতুন কমিটি গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন ইমেইল ভোটিং এর ভোটার ইন্জিনিয়ার রোকনুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, আমাদের পছন্দের প্রার্থীদের নাম লিখে অনলাইন ইমেইল করে পাঠানোর মাধ্যমে আমরা ভোট প্রদান করেছি। ভালোই লাগছে এই ভাবে ভোট দিয়ে।
(২০২৩-২০২৪) নতুন কমিটি গঠন উপলক্ষ্যে অনলাইন ইমেইল ভোটিং এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোকাররমা খাতুন।
তিনি বলেন,বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অন্বেষণের সকল সদস্য অনলাইন ইমেইল ভোটিং এর মাধ্যমে ভোট প্রদান করেন। অনলাইন ইমেইল ভোটিং এর ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোকাররমা খাতুন ফলাফল ঘোষণা করেন।
অনলাইন ইমেইল ভোটিং এর মাধ্যমে মাহমুদুল হাসান (রিগান) সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মশিউর রহমান (লাবু) নির্বাচিত হয়।
উল্লেখ থাকে যে অন্বেষণ ২০১৪ সাল থেকে অত্র এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প,শীতবস্ত্র বিতরণ,চিকিৎসার খরচ বহন,গরীব মেধাবী শিক্ষার্থীদের খরচ বহন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সাবলম্বীকরণ প্রজেক্ট, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।