শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
28 Dec 2024 11:51 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২০লিটার চোলাই মদ বিক্রির সময় সুরুজ বাঁশফোড় (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দিবাগত রাত ১০ টায় সান্তাহার-রানীনগর সড়কের মালশন মোড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ বাঁশফোড় নওগাঁ জেলার পতিসর সুইপার কলোনীন রতন বাঁশফোড়ের ছেলে। এ ঘটনায় পুলিশ ফাঁড়ির টিএসআই রকিব হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার-রানীনগর সড়কের মালশন মোড়ে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১০টায় সান্তাহারের মালশন মোড় নামক স্থানে শোভা ভ্যারাইটি স্টোরের সামনে মদ বিক্রির সময় মাদক ব্যবসায়ী সুরুজ বাঁশফোড়কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত সুরুজ বাঁশফোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি