শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 02:57 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়ায় ওয়ান উম্মাহ UK এর সয়হতায় আমাল ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় গাবতলী উপজেলার কয়েকটি ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে শীতকালীন কেয়ার প্যাকেজ বিতরণ।
বগুড়া সারিয়াকান্দিতে সুবিধা বঞ্চিত পরিবার ও উপজেলার ৯নং কর্ণিবাড়ী উনিয়নের দেব ডাঙ্গা চর, শোনপচা, চর নান্দিনা, মুলবাড়ি চর সহ বিভিন্ন গ্রামে প্রায় ৭০০ শত পরিবারের মাঝে শীতকালীন কেয়ার প্যাকেজ
বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে রয়েছে ( ১টি মোটা কম্বল, সোয়েটার, শীতের টুপি, ২০০মিলিঃ লোশন, ২০০মিলিঃ নারিকেল তেল, ১০০ গ্রাম মধু এবং ১০০গ্রাম পেট্রোলিয়াম জেলি,) এগুলো পেয়ে গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এসব বিতরণ করা হয়।