শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
03 Jan 2025 02:27 am
নাটোর প্রতিনিধিঃ রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ২৯ তারিখের জনসভা সফল করার লক্ষ্যে নাটোরের লালপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার আওয়ামী লীগের আয়োজনে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালপুর ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্বদেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, গোলাম মোরর্শেদ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জালাল উদ্দিন সরদারসহ আওয়ামী লীগও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ২৯ তারিখের জনসভা সফল করার লক্ষ্যে লালপুর ডিগ্রী কলেজে মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর।
মো. আশিকুর রহমান টুটুল