শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 12:23 pm
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংসদের চলতি অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফজলুল করিম বলেন, ‘বিদেশি কূটনীতিকরা তৎপর হয়ে উঠেছেন। কেউ কেউ আবার মানুষের বাড়ি পর্যন্ত চলে যাচ্ছেন। এ কেমন আচরণ? এ কেমন তৎপরতা? দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কূটনীতিকদের হস্তক্ষেপ করার অধিকার নেই। এ দেশের রাজনীতি নির্ধারণ করবে এ দেশের মানুষ।’
তিনি বলেন, ‘বিদেশিদের রাজনীতি নিয়ে আমরা নিয়ে কোনো কথা বলি না। আমেরিকার নির্বাচন নিয়েও আমরা কথা বলি না। তাহলে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাদেরও হস্তক্ষেপ করার অধিকার নেই।’
নির্বাচন নিয়ে সেলিম বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কে আসবে না আসবে সেটা তাদের ব্যাপার। সময়মতো সংবিধান মেনে নির্বাচন হবে। যদি বিএনপি বারবার নির্বাচন বর্জন করে, তাহলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’