বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 06:36 am
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়া শিবগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগীতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা যুব কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমূখ। প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।