বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 09:01 am
কাহালু (বগুড়া) প্রতনিধিঃ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ ।
উক্ত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা প্রশাসানিক কর্মকর্তা মো. রেজাউল করিম, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক, মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ মো. আব্দুল জলিল, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন (খোকন). কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাাজ এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতা, কাহালু থানার এস আই খোকন চন্দ্র ভৌমিক, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, উপজেলা বে-সরকারী মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, অত্র সমিতির সাধারণ সম্পাদক ও অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।