বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 03:34 pm
মামুন রশীদ:- বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে জেলা কৃষক লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলা, নিউ মার্কেট, ফতেহ আলী বাজার, বড়গোলা, প্রেসপট্টিসহ বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেন কৃষক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, শহর কৃষক লীগের আহŸায়ক মাসুদ রানা সরকার, কিয়াস, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি তাইফুর রহমান সুমন, কৃষক লীগ নেত্রী বিথী, স্বপ্না, আব্দুর রশিদ, জয়সহ প্রমুখ।
গণসংযোগকালে নেতারা বলেন, আমাগী ১ ফেব্রæয়ারি বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে নৌকার বিজয় হবেই। বগুড়াবাসী বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করবে। বগুড়ার সার্বিক উন্নয়নে নৌকার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রাগেবুল আহসান রিপুকে নির্বাচিত করলে সারাদেশের উন্নয়নের মত বগুড়াও সেই উন্নয়নের জোয়ারে ভাসবে।