মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
06 Nov 2024 01:14 am
প্রেস বিজ্ঞপ্তি:- বগুড়ায় আসন্ন উপনির্বাচনে সদর আসনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, বিএনপির নেতারা জনগণের রায়ে নির্বাচিত হয়ে নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল। তারা কখনও জনগণের কথা ভাবেনি। তাই আজ পলাতক হয়ে দেশের টাকা লুট করে তারেক রহমান লন্ডনে বিলাসী জীবন যাপন করছে। অথচ এদেশের নানা প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে হাল ধরেছিলেন। এখন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের চোখে এখন উন্নয়ন দৃশ্যমান। অথচ বগুড়া সদর আসনে নির্বাচনে জয়ী হয়ে বিএনপির নেতারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, আর পিছিয়ে পড়েছে বগুড়া। তাই বগুড়ার মানুষের চোখে ধোঁকাবাজি প্রমাণ হয়েছে। বগুড়ার মানুষ সোচ্চার হয়েছে। তারা এবার নৌকায় ভোট দিয়ে রাগেবুল আহসান রিপুকে নির্বাচিত করবে। আর তিনি সংসদে গিয়ে বগুড়ার মানুষের জন্য বরাদ্দ নিয়ে আসবেন। উন্নয়ন হবে, বিশ্ববিদ্যালয় হবে, যানজট মুক্ত শহর হবে, ইপিজেড হবে, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। সেই সাথে এই বগুড়ার মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। তাই ভুল করার দিনশেষ হয়ে গেছে। বগুড়ার মানুষ এবার যোগ্য ব্যক্তিকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দিবে।
সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া সদরের ১৫নং ওয়ার্ডের পালশা, ভবের বাজার, এরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য এমএ বাসেত, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন, সাবেক সাধারণ সম্পাদক মানিক, জেলা ছাত্রলীগ নেতা সেভিট মন্ডল, রবিন রহমান, সজীব হাসান।
এদিন সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলা, চেলোপাড়া এলাকায় নৌকায় মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শফিক। এসময় জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক তবিবর রহমান, সদস্য আলতাফুর রহমান মাসুক, সেলিম হোসেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলু, সাধারণ সম্পাদক আনোয়ার, নুনগোলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা সেভিট মন্ডল, রবিন রহমান, মৃদুল, তুর্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক ,আমিনুল ইসলাম,যুবলীগ নেতা ও সাধারণ সম্পাদক,বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিন্বহন মালিক সমিতি।