বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
14 Nov 2024 01:37 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ‘তিন দশকের স্বপ্নযাত্রা’ এই শ্লোগাণকে সামনে রেখে গাইবান্ধা তথা দেশের একমাত্র নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মোহনা’র ১৫০তম আসর উপলক্ষে আজ থেকে দু’দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে গাইবান্ধা শহর প্রদক্ষিন করে। ব্যান্ডের তালে তালে সংস্কৃতিক কর্মীরা নেচে গেয়ে শহরবাসীকে মাতিয়ে দেন।
এর আগে শোভাযাত্রা পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলক কন্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ সঙ্গীত পরিবেশিত হয়। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মোহনার সংগঠক শিল্পী প্রমতোষ সাহা। পরে মোহনার পরিচালক শাহ মশিউর রহমান দু’দিনের কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন। বাউল শিল্পী লাসেন মিয়ার বাংলা ঢোলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এই কর্মসূচি।
দু’দিনের কর্মসূচির প্রথমদিন আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে গুণীজন সম্মাননা ও সংগীত অনুষ্ঠান। জেলা প্রশাসক মো. অলিউর রহমান এতে উপস্থিত থাকবেন। আগামীকাল সন্ধ্যায় পৌর শহীদ মিনারে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে ‘ভাওয়াইয়া উৎসব’। বিশিষ্ট সাংবাদিক ডিবিসি নিউজের সম্পাদক ও উদীচী’র সাবেক সংগঠক প্রণব সাহা এটি উদ্বোধন করবেন।