বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
14 Nov 2024 12:57 pm
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নারী গ্রেফতার।
নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মামুনের স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিম।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (১৮ জানুয়ারি) বুধবার বিকালে লোহাগড়া পৌর এলাকায় মদিনাপাড়ায় এ অভিযান চালিয়ে লিমা খানমকে আটক করা হয়, এবং স্বামী আবদুল্লাহ্ আল মামুন পলাতক রয়েছে। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়ার পৌর-এলাকার মদিনা পাড়ায় আবদুল্লাহ্ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে এবং লিমা খানমের স্বামী আবদুল্লাহ্ আল মামুন পলাতক রয়েছে। এবিষয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।