বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
10 Nov 2024 11:18 am
শাহ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- সীমান্ত ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলা জামালপুরে তীব্র শৈত প্রবাহ বিরাজ করছে।শীতের এই তীব্রতা বেশি কাবু করে অসহায় ও নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও নিম্ন আয়ের মানুষের উষ্ণতা দিতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ও তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ৮ শতাধিক শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জামালপুর জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা,আজিজুর রহমান ডল, আফজাল হোসেন বিদ্যুৎ, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানী সহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।