মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
05 Nov 2024 03:32 am
রোববার (১৬ জানুয়ারি) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের বিভিন্ন দুর্বলতা দেখা যায়।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, ভিলারিয়ালের বিপক্ষে রিয়াল পরাজিত হয়। এরপরে সেমিফাইনালে জয় পেলেও যে পারফরম্যান্স করেছে তারা, তাতে ভালো কিছুর ঈঙ্গিত বহন করে না। এছাড়া ফাইনালে দলটি যে খেলা দেখিয়েছে তাতে বিপদের ঘণ্টা বাজার সন্দেহ আরও তীব্র হচ্ছে।
খবরে আরও বলা হয়, বার্সার বিপক্ষে তারা শিশুসুলভ ভুল করেছে। আক্রমণে তেমন কোনো শক্তিই দেখাতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। গোলমুখে প্রথম শটটি নিয়েছে ৬৯তম মিনিটে এসে। এটি কোনো ভালো দলের বৈশিষ্ট্য হতে পারে না। পুরো খেলায় রিয়ালের খেলোয়াড়দের অন্যমনস্ক মনে হয়েছে। তারা সমন্বয় ধরে রাখতে পারেনি।
রিয়াল মাদ্রিদের এমন খেলা দেখে ভক্তরাও হতাশ হয়েছেন। যদিও ম্যাচের প্রায় ৭০ শতাংশ দর্শক ছিল দলটির পক্ষে। এদিন তারা হেরে গেলেও দর্শকরা পুরোটা সময় লস ব্লাঙ্কোসদের পাশে ছিল। হাততালি থেকে শুরু করে বাঁশি বাজিয়ে ম্যাচের উত্তেজনা ধরে রাখে ভক্তরা। তবে ৩-১ গোলের হার তাদের হতাশা ছাড়া আর কিছু উপহার দিতে পারেনি।
ফাইনাল ম্যাচের ৩৩ ও ৪৫ মিনিটে গোল করেন যথাক্রমে গাভি ও লেভানডোভস্কি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে পেদ্রি গোল করে বার্সাকে ৩-০ গোলের লিড এনে দেন। আর ম্যাচের শেষদিকে করিম বেনজেমা রিয়ালের পক্ষে একটি সান্ত্বনার গোল করেন। তাতে ৩-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় বেনজেমাদের।