বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
![]() |
শাহ আলম, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় কর্মরত এ,এস,আই সারোয়ার জাহান রংপুর রেে র ঘোড়াঘাট থানার চৌকস পুলিশ কর্মকর্ত হিসেবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যলয় হতে তিনি সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।
পুরষ্কার প্রদান করেন রংপুর রেঞ্জের ডি,আই,জি দেবদাস ভট্টাচার্য্য (বি পি এম)। এ ,এস,আই সারোয়ার জাহান ঘোড়াঘাট থানা এলাকায় বড় ধরনের মাদকদ্রব্য উদ্ধার,সন্ত্রাসী,চাঁদাবাজি,সাজা প্রাপ্ত এবং সাধারন ওয়ারেন্টের আসামী,গরু চোরাই কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার,চলন্তবাসে ডাকাতী করার সময় ডাকাতকে আটক করার জন্য উক্ত পুরুষ্কারের জন্য মনোনিত করেন।
সম্পাদনায়: রাকিব শান্ত