বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
![]() |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কবিতা তুমি উদার আকাশ দিগন্ত জুড়ে থাকো
কবিতা তুমি মুক্ত বাতাস আমাকে ঘিরে রাখো।
কবিতা তুমি হিমেল পরশে হৃদয়ে কিঞ্চিৎ দোলা
কবিতা তুমি ধুধু কুয়াশা যা দেখি সবই ঘোলা।
কবিতা তুমি ধানের ডগায় শিশিরে মুক্ত দানা
কবিতা তুমি স্রোতঃস্বিনী শোন না কোন মানা।
কবিতা তুমি বিহঙ্গের ডানা সারিবদ্ধ উড়ে চলা
কবিতা তুমি বিরহী মনে অগ্নি লেলিহানে জ্বলা।
কবিতা তুমি জীবন সঙ্গীত মনের অগোচরে গাই
কবিতা তুমি অভিমানী মনে যেটুকু সান্ত্বনা পাই।
কবিতা তুমি পরম বন্ধু হয়ে বয়ে যাও মনো নীড়ে
কবিতা তুমি উছলে পড়ো জীবন তরীর ভীড়ে।
কবিতা তুমি হাহাকারে পূর্ণ হৃদয়ের কথা বলো
কবিতা তুমি বাঁধা মাড়িয়ে দুর্বার গতিতে চলো।
কবিতা তুমি জাগিয়ে তোলার বীজ মন্ত্র ঢালো
কবিতা তুমি পথের দিশা আঁধারে আলো জ্বালো।
কবিতা তুমি ঊষর মরুতে ঝরাও ঝর্ণা ধারা
কবিতা তুমি ছন্দ হারালে ভেবে ভেবে হই সারা।
কবিতা তুমি হৃদ কাননের তাজা গোলাপ ফুল
কবিতা তুমি পাণ্ডুলিপি হয়ে ধরে রেখো কবিকূল।
কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~