সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
![]() |
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে তিন জনকে ৩ মাসের জেল ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার(১০জানুয়ারি) দুপুরে ওই অভিযার পরিচালনা করেনউপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। মহাস্থান গড় এলাকার পাথরপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাদের আটক করে জেল জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ৩ মাদকসেবীরা হলেন, গড়-মহাস্থান এলাকার আব্দুল গফুরের পুত্র আব্দুর রশিদ(৪৫), আলতাফ হোসেনের পুত্র জামাল উদ্দিন(২৮), মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের ওসমানের পুত্র ছলিম উদ্দিন(৬০)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৩ আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় জেল জরিমানা করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়-মহাস্থান পাথরপট্রি এলাকায় পরিত্যক্ত বাড়ীতে বেশ কয়েকজন মাদক বিক্রেতা ও সেবনকারী দলবদ্ধ হয়ে ইয়াবা মাদকের আসর জমিয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। সেখানে ৩ জনকে মাদক সহ আটক করা হয়। তিনি আরও জানান, বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকসেবী এবং ব্যবসায়ী যেই হোক, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা উপজেলায় মাদক নির্ম‚লে সর্বাত্মক চেষ্টা করছি। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
রশিদুর রহমান রানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি