রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
![]() |
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়ায় ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের হাতে আটক নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে (৯জানুয়ারি) শনিবার নড়াইলের লোহাগাড়া গোয়েন্দা পুলিশ ডিবির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এ এস আই ওবাইদুর, এ এস আই জাহিদুল সঙ্গীয় কনেষ্টোবল নারায়ন, রকিবুল, সুফিয়ান, মোহন কুন্ডু, জয় ও সালমানসহ মাদক বিরোধী অভিযানে এস এম সোহাগ পিং-মৃত বোরহান উদ্দিন সাং লক্ষীপাশা থানা লোহাগড়া জেলা নড়াইলকে ৩ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার পূর্বক লোহাগড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।