বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
![]() |
স্টাফ রিপোর্টারঃ আজ ৩০ ডিসেম্বর তরুণ ও উদীয়মান সংবাদ ব্যক্তিত্ব রাকিব শান্ত’র জন্মদিন। তাঁর জন্মদিনে জনপ্রিয় নিউজ " ৭১ ভিশন ” পরিবারের পক্ষ থেকে নিরন্তন শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন ৭১ ভিশন এর প্রকাশক ও সম্পাদক মাকছুদ আলম হাওলাদার। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন নিউজ পোর্টাল 'ময়না টিভি'র প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় দৈনিক আলোর দিগন্ত এর ব্যুরো প্রধান হায়দার আলী মিঠু। আজকের এই দিনে রাকিব শান্ত বগুড়া শহরের সেউজগাড়ি নামক স্থানে জন্মগ্রহণ করেন।
রাকিব শান্ত নিউজ পোর্টাল “৭১ ভিশন ” এ লেখালেখির মধ্য দিয়ে ২০১৯ সালে সংবাদ ব্যক্তিত্ব হিসেবে প্রফেশনাল ভাবে তার যাত্রা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২০ সালের শুরুর দিকে "৭১ ভিশন" এর সহ-সম্পাদক ও পরবর্তীতে তিনি "দৈনিক প্রত্যয়" পত্রিকায় উত্তরবঙ্গের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা যায়, ব্যক্তি জীবনে রাকিব শান্ত অত্যন্ত ভালো মনের মানুষ। সৃজনশীল লেখালেখি প্রচন্দ করেন তিনি। দেশের গণমাধ্যমে তার মতো মেধাবী সাংবাদিক প্রয়োজন। তিনি ছোটবেলা থেকেই ভালো ক্রিকেট খেলার পাশাপাশি নানান রকম সামাজিক সেচ্ছাসেবা মূলক কাজের সাথে জড়িত। "ব্লাড ডোনেশন ক্লাব" নামক একটি অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংস্থায় যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
করোনা কালে দেশের ক্রান্তিলগ্নে "করোনা ও বগুড়া পরিস্থিতি" নামক একটি সেচ্ছাসেবী ও সামাজিক আন্দোলন মূলক সংস্থার হয়ে মাঠ পর্যায়ে সামাজিক সচেতনতা মূলক কাজ করে বগুড়া জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুমিকা রাখার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া জাতীয় ও স্থানীয় পত্রিকায় অনিয়মিত তবে গুরুত্বপূর্ণ লেখালেখি করে তিনি বেশ আলোচিত হয়েছেন।
এছাড়াও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার কন্ঠস্বরকে উজ্জীবিত করার মাধ্যমে সর্বদা দেশের সেবা করে যাচ্ছেন। যেখানে অন্যায়-অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ।
তিনি সব সময় সত্য এবং বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরেন। ঘটনার অন্তরালের মূল ঘটনা উদঘাটন করাই ছিল তার কাজ। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের।
তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে নির্ভীক কলম সৈনিক। জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই তার মুল লক্ষ্য। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেননি তিনি।
বগুড়ার মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে অধ্যায়ন শুরু করে তারই ধারাবাহিকতায় প্রি-ক্যাডেট স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল হয়ে পরবর্তীতে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন।
অপেশাদার সাংবাদিকতার শুরুটা কলেজ লাইফ থেকেই তিনি শুরু করেন। ছাত্রজীবন থেকেই খেলাধুলা, সেচ্ছাসেবা ও লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন। তার পাশে ছিলেন অনুপ্রেরণায় গুনী সাংবাদিকগণের মধ্যে বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, অপর সহ-সভাপতি আব্দুস সালাম বাবু সহ আরো অনেকেই। পরবর্তীতে সিনিয়র সাংবাদিক লিমন বাশার ও সাংবাদিক ও সংস্কৃতিক কর্মী তার বন্ধুবর রাকিব জুয়েল তার এই জগতে আসার অনুপ্রেরণা যুগিয়েছে বলে জানান তিনি।
সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন যেন সর্বদায় ন্যায়নীতি আর্দশের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে পারেন। সেই সাথে যারা ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।