রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে স্ত্রীয় দেয়া তালাকনামা হাতে পেয়ে অভিমানে আব্দুস সবুর তালুকদার (৪২) নামের এক ব্যক্তি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ২৯ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার সালগ্রাম গ্রামে নিজ শয়ন ঘরে এ ঘটনা ঘটায়। আব্দুস সবুর তালুকদার ওই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, উপজেলার সালগ্রামের আব্দুস সবুর তালুকদার তিন সন্তানের জনক। সে সম্প্রতি বিদেশে যান। বিদেশ থেকে ফিরে আসার পর তার স্ত্রী রোজ বেগমের সাথে মন্যমালিন্য চলে। এর এক পর্যায়ে প্রায় ৫ মাস আগে তিন সন্তান রেখে অন্যত্র বিয়ে করে তার স্ত্রী। কয়েক দিন আগে আব্দুস সবুর তালুকদার তার স্ত্রীর দেয়া তালাকনামা হাতে পান। স্ত্রীর তালাকনামা পেয়ে অভিমানে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সে নিজ শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে আদমদীঘি সার্কেলের সিনিয়র এএসপি কেএইচএম এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবু মুত্তালিব মতি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি