শনিবার, ০৭ নভেম্বর, ২০২০
![]() |
৭১ভিশন ডেস্ক:- শীত বা গরমের সময়ে পা ঘেমে জুতা ও মোজায় দুর্গন্ধ হয়। এই সমস্যায় প্রতিদিন মোজা পরিষ্কার করা সম্ভবে হলেও জুতা ধোয়া কিন্তু মোটেও সম্ভব নয়।
তবে এখন প্রশ্ন হলো জুতা দুর্গন্ধমুক্ত রাখতে কী করবেন।
আসুন জেনে নিই কী করবেন—
১. দুর্গন্ধমুক্ত রাখতে রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিন। পরদিন সকালে ব্যবহারে আগে জুতার ভেতরের অংশ ভালোভাবে মুছে নিন।
২. ফেব্রিক সফটনার শিট রেখে দিন জুতার ভেতর। এটি দুর্গন্ধ টেনে নেবে।
৩. জুতারে ভেতরে সামান্য লবণ ছিটিয়ে দিলে বিব্রতকর গন্ধ দূর হয়।
৪. যেকোনও এসেনশিয়াল অয়েলে তুলার টুকরা ভিজিয়ে জুতার ভেতর রেখে দিন। রাতে রেখে পরদিন বের করে ফেলুন। দুর্গন্ধ থাকবে না।
৫. ফুটন্ত পানিতে টি ব্যাগ ২ মিনিট রেখে দিন। ঠাণ্ডা হলে জুতার ভেতর রেখে দিন। ১ ঘণ্টা পর বের করে ফেলুন। বেবি পাউডার ছিটিয়ে দিলে দুর্গন্ধ দূর হয়।
তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট