মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
![]() |
এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি'র অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া অদ্যই ১৫-০৯-২০২০ তারিখ রাত্রি অনুমান ১২.০০ ঘটিকার সময়, সোনাতলা থানার মহিচরন নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ হাবিবুর রহমান(৩৮) ,পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-মহিচরণ দক্ষিনপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় মামলা রজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবির অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আছলাম আলী পিপিএম জানান।
এস আই সুমন স্টাফ রিপোর্টার,বগুড়া।